ওরে আমার পরী
আমি কি আজ তোর কাছে
বৈতরণীর তরী।


তাই কি?
আমায় ভাসিয়ে দিয়েছিস,
নিশ না আর খোঁজ।


আমি আজ জং ধরা
মরচে পরা!
তোর প্রয়োজন নেই রোজ।


আমি সেথায় যাচ্ছি ভেসে
ঢেউয়ের তালে তালে।
আমায় আর নিশ না খোঁজ।


আমি হবো সেই মানুষের
যে আমায় যত্ন কোরে
আবার দেবে নতুন করে রূপ।


তখন আমি ফেরিঘাটেয় থাকব
যাত্রি নিয়ে দুলব সেথায়,
থাকবো আমি চুপ।


তুই কর ওই সোনার তরীর খোঁজ
যে তরীতে আছে
কুবেরের ধন লোড।


সেখান থেকে তোর যা প্রয়োজন
সব নিবি।
রূপ লাবন্য বৃদ্ধি পাবে তোর।


শুধু কাছে পাবি না ,
হারিয়ে যাওয়া
জং ধরা তরী টুকু তোর।।