বিশ্ব তুমি পাখির কুজন
লুপ্ত তারা আজ ।
গুপ্ত কেনো তোমার ভাষা
আমার এই প্রতিবাদ
এই বিশ্ব তোমার আমার
বেঁচে থাকার অধিকার
লুপ্ত যারা গুপ্ত ছিল
মুক্ত করো আজ
নদীর জুয়ার বয়বে তখন
ভালোবাসার উপহার
কৃষ্ণচূড়া রাধাচূড়া
নড়ছে মাথা তার
মৌমাছিরা গুনগুনিয়ে
ফুলের খোঁজে যায়
ঠাণ্ডা বাতাস ঐ বয়ে যায়
উন্মুক্ত হোক  শুভ কামনা
রবির আলোয় রঙিন আলোয়
মুখরিত দুনিয়া।।