হুর হুরিয়ে কুড়মুড়িয়ে
ডাকছে ওই আকাশ।
বৃষ্টি এবার নামবে নাকি?
ঐ নদীর কিনারায়।


মিষ্টি দুষ্ট বর্ষা যে তার নাম
চিনতে তাকে ভুল হয় না,
ঘনঘটার জোয়ার।


গ্রীষ্মের ঐ শেষের পথে
হুর মুড়িয়ে আসছে ডেকে।


অতিথি হয়ে আসছে সে ওই
নতুন ছোঁয়া নিয়ে।
শুকনো মাটি ভেজাতে সে
আবার ফিরে আসে।


কৃষকের ঐ মনের মাঝে
মিষ্টি সুখের ছোঁয়া দিতে,
ঝর ঝর ঝর পড়ে ঝোরে
টাপুর টুপুর সুরে।


সবুজ পাতা হাওয়ায় দোলে
টিম টিমানো সুরে।।