ঐ দূরবনে কে যেন ডাকে
কোকিলের কুহু-কুহু ডাক;
মহুয়া ফুলের গন্ধে সুরভিত সমীরণ
জানিনা কি কথা বলে প্রতিক্ষণ।


উদাসী হাওয়ায় সব উড়ে যায়
উড়ে যায় খোলা চিঠি;
ডায়রির ছেঁড়া পাতায় লেখা।
গোলাপের পাপড়িরা উড়ে যায়!


দূরে! আরো দূরে, ঐ কুয়াশা ঢাকা পাহাড়ে –
নির্জন রাত আঁধারের সাথে কথা কয়,
নিস্তব্ধ নীরবতায় ভরা সেই কথা
নিবিড়তার নিঃস্ব হাহাকার;
তার সারা চোখ জুড়ে-
ডায়রির খোলা পাতা উড়ে যায়।


আকাশের প্রতিটি তারার গান শোনার অভিলাষ
আজো অপূর্ণ; তাই শূন্য হৃদয়
ফিরে পেতে চায়
তার সেই বন, সেই পাহাড়
সারাদিন পাপিয়ার ডাকাডাকি,
কাঠবিড়ালির চঞ্চল ছুটোছুটি –
মুগ্ধ করে মন; অপূর্ণ তৃপ্তি।


সব হারিয়ে; আজ ক্লান্ত ভীষণ
নীল ধুসর তার রঙ-
ডায়রির সেই পুরনো পাতা।