আমি ঘাস হতে চাই না
এক মহীরুহ হবো
যদি নিয়তি ফিরায়ে দেয়
অসম্ভব বলে;
তবে ভাগ্যকে বরং
এক হাত দেখে নেবো
তবুও আমি মহীরুহ হবো।


ঘাসফুলের বুকের ভীরু কম্পন নয়
সর্বনাশা ঝোড়ো তাণ্ডব হবো-
কংক্রিটের আকাশ ফুড়ে একদিন
বিশাল মহীরুহ হবো।
তারপর, ভেজা মেঘের বালিশে
লেপটে ঘুমাবো; এ পৃথিবীর বুকে
জীবনের শেষ ঘুম।