মানুষের বড়ই অভাব পৃথিবীতে আজ
মৃতের গন্ধে বাতাস ভারী
যে দিকে তাকাই; দেখি কেবল-
অগুনতি জীবন্ত লাশ।


অর্ধ-গলিত নগ্নদেহ ঢাকে
রঙীন আবরণে
শবের দুর্গন্ধ ঢাকে চড়া
দামী সুগন্ধে।
অনঘ মুখোশের আড়ালে
বিকৃত মুখ;
করে চলে সাবলীল অভিনয়
বিরামহীন-
সে কি মানুষের না- জীবন্ত মমির?


তবুও আমি মানুষ খুঁজে বেড়াই
একটা মানুষ –
রক্তমাংসের অবয়বে
ধুলো মাখা; ধূসর মানুষ।
এই গলিত লাশেদের ভিড়ে-
এক জীবিত মানুষ।