আমি সবুজ ঘাসের বন দেখিনি
দেখিনি মহুয়া ফুলের বন
দেখিনি ডাহুক,পানকৌড়ি আর জলপিপির খেলা।
দেখেছি ঐ আবর্জনার স্তূপে কাকের
ক্ষুধার্ত চিৎকার।


রঙিন প্রজাপতির ডানা দেখিনি
দেখিনি নীল আকাশ; যেখানে
গাঙচিলরা ডানা মেলে বেড়ায়।
দেখেছি বন্য শিকারির লোলুপ চোখে
খুশির ঝিলিক।


কখনো কাদাখোঁচা দেখিনি কিংবা
শরবনের বনমোরগ
এত বছরেও যাযাবর সাইবেরিয়ান
সারসদের দেখা হলো না।
দেখেছি শুধুই জান্তব কারখানার মেঘ-কালো
চিমনির ধোঁয়া।

কখনো খোলা আকাশের বুকে
ধুসর বক দেখিনি
কিংবা ফেনিল সাগরে উড়ুক্কু মাছ
দেখিনি কিভাবে মাছরাঙারা মাছ ধরে
অতল গভীর জলে
দেখেছি কেবল এই পৃথিবীর বুকে প্রকৃতির
নির্মম ব্যবচ্ছেদ।