আমার একটা মানুষ চাই
শুধু একটা মানুষ;
প্রয়োজন নেই
শব্দের শীতলতা –
অস্তিত্বের উষ্ণতাটুকু চাই।


চারিদিকে
অগুনতি মানুষের স্রোত –
বহমান,
খরস্রোতা নদীর মতন।
কেবল আমি স্থির;  
যেমন থাকে
মগ্ন-প্রায় ক্ষয়িষ্ণু পাথর।