দালানের পরে দালান
দাঁড়িয়ে এক ঠায়
তার ছোট ছোট জানালায়–
উঁকি দেয় সহস্র গল্পেরা।
কত গল্প ঝরে পড়ে
কত গল্পের হয় নাকো শেষ
এই ইট পাথরের শহরে।


তবুও গল্পেরা বাঁধে নীড়
ইটের ফোঁকরে,
আশার খড়কুটো
আর স্বপ্নের জালে।
এই কংক্রিটের জঙ্গলে-
একদল সবুজ ঘাসের
বীজ বুনে।