মন হতে কেউ মুছে যায় না একবারে
ধীর মন্থর গতিতে মিলায়ে যায়;
কিছুটা দুঃখ, কিছুটা অবহেলা-
হয়ত কিছু অভিমান মিশে একাকার হয়ে
তৈরি করে এক অদ্ভুত শূন্যতা।


দূরত্ব বাড়ে সময়ের কাঁটা ধরে
পাশাপাশি বসা দুটো মানুষের মাঝে,
জন্ম নেয় এক বিশাল সমুদ্রের
যে সমুদ্রের কোন তল নেই,
শেষ নেই- নেই কোন উত্তাপ।
স্পর্শের উষ্ণতা যেখানে হিম জলে
ডুবে যায় নিরন্তর।
পূর্ণিমার চাঁদও যায় ডুবে
সেই কালো কুঁচ জলে,
তবুও কি সাবলীল অভিনয়-
না দেখার,
যেন এ সমুদ্রের কোন অস্তিত্ব নেই
দুজনার মাঝে।