একদিন ঠিকই উড়ে যাব, দেখো
পারবে না আটকে রাখতে
যতই আদরে রাখোনা কেন;
তোমার খাঁচায় –
আমার চোখে শুধুই
দিগন্তের নীল।


সকালের এক চিলতে রোদ
আমার জন্য নয়,
কিংবা জানালার ফ্রেমে বন্দী
এক টুকরো আকাশ;
একটুখানি বৃষ্টির ছাঁট
কতটুকুই বা ভেজাতে পারে
আমার হৃদয়?


তোমার লাল ফিতেয়
আমার বিন্দুমাত্র আগ্রহ নেই
শুধু তোমার অসতর্ক
মুহূর্তের অপেক্ষা,
দেখো, ঠিকই উড়ে যাবো।


আমার ডানায় এখনও
রোদের গন্ধ;
বুকের ভাজে আকাশ
জানালার গরাদ গলে
ঠিকই উড়ে যাবো।


খুব শখ করে আমায়
কথা শেখাও;
ভয় করে না? যদি
সত্যি বলি!
তোমার মতন
প্রবঞ্চনা তো শিখিনি।


উড়ে গেলে বলবে
আমি স্বার্থপর;
তাই ভালো- তোমার
স্বর্ণপুরীর জন্যে
আমার সৃষ্টি নয়।