সময়ের সাথে সাথে বদল হয়েছে ,


অস্ত্রেরও কাঠামো ।


লাঠি , তীর - ধনুক ,ঢাল - তলোয়ার , বন্দুকের নল থেকে পরমাণু বোমা ।


তবু ওরা কলমকে ভয় পায় ।


চার লাইন লিখে দিলেই হয় যত বিপত্তি ।


তাই যুগ যুগ ধরে ,


কিছু উন্নতনাসিক ক্ষমতালোভী শাসকের দল ;


খর্ব করতে চেয়েছে কলমের স্বাধীনতা ।


তার দুহাত ভেঙে গুঁড়িয়ে,


অবরোধ করতে চেয়েছে অগগ্রগতির রাস্তা ।


তার কণ্ঠ রোধ করে ,


পরিবর্তনকে করতে চেয়েছে নির্বাক ।


কিন্তু ওরা পারেনি ।


কলম কোনোদিন নতি স্বীকার করেনি ।


শেষমেশ উপায়ন্তর না দেখে ,


তাকে দুটুকরো করে ;


ফেলে দিয়েছে স্বৈরতন্ত্রের রথের চাকায় ।


কলমের শবদেহও জবাব দিয়ে যায় ।


তাই যখনই কোনো কলম দুটুকরো হয় ,


সেখান থেকে উঠে আসে ;


আরো দুটো নতুন কলম ।


ঠিক যেন রক্তবীজের মতন ।