ভালোবাসো, একটু ভালোবেসে।
এমনি করে ভালোবেসে, প্রতি সাঁঝে
জ্বালাও আনন্দ-দীপ একটু ভালোবেসে।
যে অশ্রুধারা শুকায়েছে চোখের কোলে
তাকে মুছে দাও তুমি চুম্বনে চুম্বনে
আমার সকল কান্না তুমি শুষে নাও
একটু ভালোবেসে।


ভালোবাসো, তুমি ভালোবাসো
এমনি করে আমার সব হারানোর দিনে
তুমি পাশে থাকো একটু ভালোবেসে।
সাঁঝের মায়া
ছিঁড়ল যে অভিমানি তারা
মধ্যরাতে তারে খুঁজে নিয়ে
বেঁধে রাখো তোমার মায়ার ডোরে
লুকিয়ে রাখো তাকে স্মৃতির চাদরে
একটু ভালোবেসে, একটু একটু আদরে।


এ পথ, ও পথ ঘুরে ক্লান্ত আমি
ফিরছি যখন তোমারি নীড়ে
পথপ্রান্তে তুমি বসে থাকো,
আমার তৃষিত পাঁজর তুমি শান্ত কর
নিবিড় প্রেমের আলিঙ্গনে
ভালোবাসো তুমি একটু ভালোবেসে,
আমার চোখ চুমে,
আমার চিবুক ছুঁয়ে
আলতো করে
তুমি একটু ভালোবাসো
একটু ভালোবেসে…