সারারাত স্বপ্নের আনাচে কানাচে
ব্যর্থ খোঁজ করেছিলাম তোমার ।
স্বপ্নের গলিপথ পিছনে ফেলে
ভোর রাতে দরজায় মৃদু করাঘাতে
আচ্ছন্ন ঘুম থেকে তুমি জাগলে,
জেগে উঠলো তোমার শ্রবণ;
আমার মুখোমুখি এসে দাঁড়ালে,
জেগে উঠলো তোমার দর্শন;
হাত রাখলাম তোমার হাতে,
জেগে উঠলো তোমার স্পর্শন ।
তুমি হয়ে উঠলে সক্রিয় নিসর্গ ।
আমার পরিচিত বলয় ভেদে
পরিব্যাপ্ত হল নতুন এক
আলোর বিচ্ছুরণ ।