স্কুল পালানো ছেলেবেলা,
বৃষ্টি ভিজে গোল্লা খেলা ।
লুকোচুরি খেলতে গিয়ে,
পড়ে যেতাম হোঁচট খেয়ে ।
ঝিলের পাড়ে জাম কুড়ানো,
লাঠি হাতে ব্যাঙ তাড়ানো ।
কৃষ্ণচূড়া গাছের নিচে,
মধূর হাওয়া লাগতো কি যে ।
পাখির ছানা খুজতে গেলে,
মা আসতেন বড্ড তেড়ে ।
মায়ের হাতের মুড়ির মোয়া,
চুরি করে লুকিয়ে খাওয়া ।
স্মৃতি গুলো বাঁচিয়ে রাখি,
একটুখানি সুখের লাগি।