মনের কোনে  শব্দহীন ঝড়
আর নিঃশব্দ তোমাকে সাক্ষী করে
আমার ভাবনা গুলো ফুটছে
বায়বীয় অভিভাষণে,
নিশুতি রাতে
আলোআঁধারি ঘুমে কিংবা জাগরণে।


প্রচ্ছন্ন কায়ায় বেহায়া পাখিদের
দুষ্পাঠ্য কলরব
কখনো চৈতন্যে ঠোকা দিচ্ছে ।


এলোমেলো অভিলাষে যখন
জড়িয়ে ধরছি তোমাকে,
তোমার সারা শরীর জুড়ে
লেগে থাকা কবিতার গন্ধে
হয়ে যাচ্ছি সংবেশিত ।


স্বপ্নে এবং জাগরণে উদ্বায়ী ভাবনা গুলো
ঘনীভূত হয়ে নিচ্ছে নতুন কলেবর ।
ধন্য আমার আলোআঁধারি ঘুম
কিংবা স্বপ্নে জাগরণ ।(গৌতম নাথ)