চাঁদ ডুবে গেছে তাই-
আরব সাগরের জল
তিস্তার স্রোতের মতো
কেঁপে কেঁপে উঠে,
মিলিয়ে যায়-
সন্ধ্যার বিহঙ্গের মতো
উলঙ্গ আকাশের বুকে।



শেষ শিউলি ফুলে রে আজ
শেষ প্রশ্ন করি,তার-
শেষ পাপড়িটুকু ঝরে গেছে কিনা,তার-
শেষ উত্তর- আমি বেঁচে আছি।



বসন্ত আসে,আর-
সঙ্গোপনে চলে যায়,
ফেলে শুধু রেখে যায়-
আরব সাগরে কয়েকটা-
বিষন্ন ঢেউ।



নীল জল,আর-
সবুজ স্বপ্নের-
সাদা শিউলি ফুলের
শেষ পাপড়ি টুকু
হারিয়ে গেছে আজ
আরব সাগরের লোনা জলে।



প্রভাতের শিশির বিন্দু,
আর দু ফোঁটা চোখের জল,
আরব সাগরের জলে
ডুবে গিয়ে-
ঝরা শিউলি ফুলের থেকে
একটা পাপড়ি
নিয়ে আসবেই একদিন।