তোমার নামে নগরীর চারপাশে ছড়িয়ে পড়ছে মিছিল,
হুহু বাতাস,
শুকনো পাতা লুটিয়ে পড়ছে মাটিতে।
এই গন্তব্য একাডেমি রোড হয়ে খেজুরিয়া রেলস্টেশন কিংবা শান্তিরোড পরবর্তী কয়েকটা গলি,
প্রয়োজনে এস.এস.কে রোড পেরিয়ে ফাযিলপুর, রাজনগর অবধি,
তোমাকে নিষিদ্ধ করা হোক।
তোমাকে চেয়ে যে বুকের বাদ পড়েনি শতকরা কোনো জংশন,
বাদ পড়েনি বয়ে যাওয়া রক্তকণিকার পথ ও প্রান্তর
শহর থেকে বেরিয়ে এসে পথ ধরো,
রেল স্লিপারের মতো বুকে টেনে স্বতঃস্ফুর্ত গ্রহণ করি,
পাঠ করি জীবন কিংবা মৃত্যু,
প্রেমের আগে আমরাও জেনেছি-
পৃথিবী আমাদের নির্বাসন দিচ্ছে,
অথবা আমরা পৃথিবীকে।

০৪ ফেব্রুয়ারি,২০১৭
দোপাথর।