আমিও ভ্রমণ করি অসম পৃথিবীর বুক
সাহস যুগিয়ে কেউ সাথে না থাকুক
এ দেখানো পথে আরও কেউ আসুক
আমার প্রেরণা তার একটুও না লাগুক


প্রেরণার প্রাণ হয়ে ভালোবাসা জাগুক
দেহেতে দ্রোহের কাল স্মৃতি জাগরূক
সুমিষ্ট কথার ছলে চোখ না হাসুক
বলে যাই শুনে যাই কাছে না টানুক


আমার আকুতি সে দেখেও না বুঝুক
আমিও অবাধ্য প্রেমে, পরিমিত সুখ
কেন তবে হয় সে অতটা লাজুক
জানার মানার সীমায় বুক ধুকধুক


এমনতর অপেক্ষা করে সময় কাটুক
অলক্ষ্যে বিরামবিহীন হাসুক একটুক
পৃথিবী অমর নয় আমি উৎসুক
দ্বিধাহীন সংকটে বোধের অসুখ


১৭/০৩/২০২১
১২ঃ৪৪ রাত