মসজিদ যেনো মোর মনের ক্বাবা,
আযানের ধ্বনি যেনো কোকিলের গান
এই সুন্দর পৃথিবীটা ফুলের বাগান

মানবজাতিকে তুমি শ্রেষ্ঠ করে
মানবতা দিয়াছো মননে ভরে
তুমি বিরাগ হলে এ জাহান হবে বিরাণ

আমাদের প্রিয়নবী হাবীব তোমার
শেষবিচারে নিবেন উম্মতের ভার
তোমার করুণা পেতে গাই গুণগান

ঈমান আমল ভরা আখলাকে
আখেরাতে পেতে চাই আমরা তাঁকে
যাকে নিয়ে গর্বিত তুমি ওআল্লাহ মহান

১৭/০৪/২০২১
০২ঃ৪০ রাত