আমি কেন আমার নই
আমি হতে গেলে লাগে প্রবল ধাক্কা
বাতাসে আলোতে খাওয়া গড়াগড়ি
ভিনদেশে ভিনসুরে চোখের পলক নেড়ে
যে ডাকে ইশারায় আমি তার হই


আমি হই মাটির বাসন
রাজদরবারে যার হয় না গো ঠাঁই
কেমনে বান্ধিবো তারে এই বাহুডোরে
নিজের জন্য আমি ঘুমকাতুরে
বুকে আসন পাতি রোদেলা উঠোন


আমি হই পাতার বাঁশি
কে বাজাবি আয় এত করে ডাকি
ঝিরিঝিরি হাওয়ায় উড়ে যাই চল
ভীষণ মাতোয়ারা হতে গেয়ে যাই
প্রতিদিন রাতে রোজ হই উদাসী


১১/০৩/২১
০২ঃ০৫ রাত