কি বাহারী রূপ নিয়াছে-
আমার সাধের গণতন্ত্র
ভোট-ব্যালটের হিসাব সমান, এটাই তো মূলমন্ত্র!


আপোসহীন আর উপোসহীন
জোটের লড়াই করে রাতদিন
ভুগতে থাকে আমজনতা রাষ্ট্র হইলো যন্ত্র


সাধুসন্ত বুদ্ধিজীবী আছেন কিছু সুশীল
কখন কিযে করে বসে বোঝা বড় মুশকিল
সুযোগ বুঝে তারাই আবার হইয়া যায় সতন্ত্র


মোল্লা-মুন্সী সাংবাদিক হইলো দলের লেজুড়
উকিল ডাক্তার চাকরিজীবীর অভিন্ন এক সুর
গরম ভাতে বিলাই বেজার করে হন্তদন্ত


কাঙাল কইলে সেই কথাটা বাসি হইলে ফলে
মানুষ আমি কেন পড়ি ভোটের গন্ডগোলে
ভাতের দাবী কে মিটাবে? দিছেন গঠনতন্ত্র!


আমার কাছে সকল কিছুর আগে হইলো ধন!
শিক্ষিত আর অশিক্ষিত সমান জনগণ!
কাকপক্ষীও টের পাইলো না, এমন ভোটের মন্ত্র!


১৮/০৪/২০২১
০২ঃ০৩ রাত