রঙ মেখে খেলবো হোলি
বাঁশি হয়ে বাজবি আয়
সুরের বাঁশি বিষের বাঁশি
থামার কি আর মন্ত্র চায়!


জোর কদমে হাঁটবি কেবল
বেলা বাড়ার আগে
তিন রাস্তায় মিলবো দু’জন
ঝড়ের অগ্রভাগে


প্রাচীন কলা শেখার ছলে
ব্যাকুল হামাগুড়ি
চতুর চোখের কাব্যকলায়
দুলছে কাঁচের চুড়ি


সাদা শাড়ী পুঁতির মালা
লাল টিপের বাহার
ঝুমকো দুলে কাতরতা
সঙ্গী খুঁজে পাবার


০২/০৪/১৬
০১:৪৮ পুর্বাহ্ন