পাখিদের শোকসভায় এক মিনিট নীরবতা শেষে
আমিও দু'ফোঁটা জল সংবরণ করি
স্লোগানে মুখর রাজপথে নীরবতা খুব বেমানান
যারা লোকচক্ষুর অন্তরালে কেঁদেও উপেক্ষিত
উদ্যতমুষ্টিতে সেই আমিও কর্মসূচি ঘোষণা করি
আদতে আমি মিছিলের লোক।


আমাদের দেশে কর্মসূচিতে ভাড়ায় লোক পাওয়া যায়
নিশ্চিদ্র নিরাপত্তার অজুহাতে কর্মসূচি পন্ড হয়
লোকগুলো প্রতিশ্রুত টাকা পায় না, আগে কিংবা পরে
পাখিদের শোকসভায় নেপালের রাষ্ট্রদূত আসে
সমবেদনা জানায়, শোক প্রকাশ করে, শোক বইতে স্বাক্ষর করে
নেপালের পাখিগুলো কবেই চীনে গিয়ে বাস্তুহারা হয়


শোকসভা অর্থবহ হয়!
পাখিরা কাজে ফিরে!
দিন যায়!
আলো আঁধারিতে কতকিছু হয়!
পাখিদের প্রজনন মৌসুম এলে তারা শোক ভুলে যায়!


৩১/০৩/২৪
০৩ঃ০৩ ভোররাত