সে বড় বেরসিক ছিলো
কথায় কথায় দিতো খোঁটা
আজও আমি তার মতো হতে পারিনি
নিয়ম করে তারে কভু পাইনি কাছে
যেথায় পরাণ সঁপিলে আপনা পরাণ বাঁচে
না হয়ে দরদিয়া চলিলো সে হৃদয় খুঁড়িয়া
মনের অলিন্দে আঘাতের সহস্র দাগ সে পেয়েছিলো!


আমি এক ঘরকুনো পোলা
আজ হই সংসার বিবাগী
এক সময় আমার ভেতর সংসারের রোগ পেয়েছিলো
অদ্ভুত আহ্লাদী হয়েছিলাম সে সময়টায়
তারপর, বহুবছর কেটে গেলো
নিয়মে আর ফেরা হলো না
না হয়েছিলাম বিধ্বংসী
নিজের ভেতর পাহাড়িয়া বাতাস দোল খেয়ে যায়
ভেতরে কেমন শুন্যতা অনুভূত হতে থাকে
মানুষ দুইবার জন্ম নিলে দুইটা জনম পেতাম!


০৪/০৫/২০২০
০১ঃ১৮ রাত