আমি তোমার মতো নিঃসঙ্গতা
তোমার মতো অপারগতা হতে চাই
আমি কাজল মাখানো চোখে নিজেকেই জড়াতে চাই
কারণের অকারণের কারণ খুঁজতে যদি কারণ লাগে
আমি সেই দ্বিধাহীন হতে চাই তারও আগে


আমি কোমলের অনুভব পাখিদের কলরব হয়ে
কিচিরমিচির কিচিরমিচির শব্দে জড়ায়ে
আমি আমার ভেতর খুঁজি শূন্যতা কেবল
আমি মায়ার জালে জড়ায়ে আদরে আদরে
নিজেতেই বাঁধি সুখ সুখ জীবনের ঘর


আমি আলাপন সেরে নিজের জন্যে নই নিজে
তেমন করে তোমাতে খুঁজে মরিয়া আমি
তেমন করে জলের ভেজা সুর শুকাই রোদে
আড়ালের ঘটনা নিয়ে আমিই হতে চাই কঠিন কিছু
কেবলই তোমার শহর ব্যস্ত হয়ে ওঠে আরো অধিক


আমি আমার কথায় আপন কথা ভেবে নিজেই ডুবচর
আমি কোলাহলমুখর গাঙচিলের বিষন্ন অবসর
আমি পাহাড়ের পাদদেশে উপজাতিয় গোলকধাঁধা
আমি সাগরের ঢেউয়ে মিশে থাকা বালিময় শীতল কাদা


আপন তোরেই ভাবি, ভাবি গোপন কিছু
আলাদা তোরেই ভাবি, ভাবি গোপন কিছু
এই হাসিমাখা মুখের আড়ালে থাকা পরতে পরতে
আমার সুখটাকে বিলিয়ে দিতে চাই মাথাপিছু


১৯/০৪/২০২১
০৩ঃ৪৩ রাত