আমার কেন মন্দবাসা স্বভাব
হলুদ ফুলে ভ্রমর আসে
হলুদ বিকেল চোখে ভাসে
তবুও যেন কেমন কিসের অভাব!


দিন ফুরালে সুজন আসে
অভাব শেষে স্বজন
তেমন করে রাখতে মনে
আমায় পারে ক'জন?


বাঁশির সুরে আপন কু'জন মন্দভাষী
দিচ্ছে দেখি রক্তচোষা স্বচ্ছ হাসি


খোঁপার ফুলে না-ইবা এলো ভ্রমর
সুবাসও কি দিচ্ছে উঁকিঝুঁকি
মানুষ আপন মানুষই হয় পর
এক জনমে দুই জনমের দুঃখী


১৪/০৯/২০২২
১২ঃ২৩ রাত