আজ শহরের রাস্তায় মানুষের শোকর‍্যালি নেই
ক্ষুদামন্দার দেশে সময় গড়ায় নিজেকে বুঝতেই
বড় রাস্তার আনাচে কানাচে নিয়ন আলোর ঝলক
যেখানেই যাই থমথমে ভাব ভীরু চোখ অপলক
করোনা ঘুরচ্ছে উন্মাতাল হয়ে নিয়ে মৃত্যু পরোয়ানা
মানুষের দাবী মানুষ মিটাবে জীবনের নজরানা
শহুরে পাখি উড়তে ভুলেছে কিছু অমানুষের ডরে
কিছু কিছু মানুষের নামে ভোজবাজি হয় ঘরে ঘরে
কাকডাকা ভোরে নাকডাকা ঘুম ভীষণ তেজি ঘোড়া
ছিন্নমূল শিশুদের ফিরিয়ে চাই আদরের চাদর মোড়া
আমার মালিকীয় জমির ওপর বানানো ইটের ঘর
কিছুদিন পর চাপা পড়ে যায় নতুন মৃত্যুর খবর
আমার নামে বিশ্ববিদ্যালয়ের মোটা কাগুজে সনদ
কোন কাজে আসে আমল ব্যাতিত মানিক জহরত
গাঁয়ের যে বন্ধুটি স্কুল শেষে খেলায় হইতো সাথী
তার নাম ভুলতে বসেছি, মনে আছে সেই মাতামাতি


২১/০৪/২০২১
০৪ঃ৩৬ ভোর