অন্ধকার দেখা শেষ হলে
আলো দেখতে এসো
সাথে রেখো সমুদয় বিদ্বান নগর
মানুষের পাঠ শেখা শেষে
আমরা সমুদ্র দেখবো


বিবাদ বিসম্বাদে বেড়ে ওঠা কেউ
মাঝে মাঝে দেহ বিষয়ক পদ্য পছন্দ করে
তুমি সেই কবিতার আনাড়ি পাঠক
আমি জানি


আচ্ছা মানুষের বংশ পরম্পরায়
নারী ও পুরুষের কিছু না কিছু কায়কারবার আছে
কখনও কখনও দেখেছি কুমড়ো ফুলের পরাগায়ন
এতেই বুঝতে পারি কেউ বা কিছুই নিঃসঙ্গ নয়


অথচ-
নিঃসঙ্গতার বিদ্রুপ শুনতে শুনতে কর্ম ক্লান্ত আমি,
নিজেকে করে তুলি নিঃসীম নিঃসঙ্গতার ছায়া
অদ্ভুত আঁধারের মাঝে নিজেই বিলীন করেছি নিজেকে।


২০/০৭/২০
০৬ঃ২৮ বিকাল