মনপোড়া নদীর তটে
ঘরপোড়া আমি
ঘরঘর করে আজ
বিনীতার স্বামী
হৃদয়ে চন্দ্রকলা
ফাগুনের কাল
বহিছে খরার নদী
বোধের আকাল
কত কলা জানে নদী
ভাঙ্গে আর গড়ে
বহুধা কালের ধারা
চিহ্ন রয় পড়ে
কোকিলের স্বর তোলে
প্রতিবেশী যুবক
পড়শির মনে টানে
প্রাচীন স্তবক
একাল জলের গান
সেকাল ডাঙায়
মাঝখানে নদী ছোটে
জোয়ার ভাঙায়
বিনীতা আমার বউ
আমি যার স্বামী
বিড়াল স্বভাবে তার
নিয়ত পাগলামী
ক্ষ্যাপাটে সময়টুকু
তুলে রাখিলাম
আমার হৃদয়ে বাজে
শুধুই বিনীতার নাম
২১/০২/১৬
০৮:১৪ অপরাহ্ন