পথের মত পথ পেলে এই
একলা পথিক হব
নিজের মত মানুষ না পেলে
নিজে নিজে কথা ক'ব


ফুলের মত ফুল পেলে
হুল্লোড়ে মাতে ভ্রমর
মনের মত মন না হলে
বৃথাই বাঁধবে ঘর


পাখির মত কন্ঠে ধরি
সুরের কুহু সুর
ভবতরী সাঙ্গ হলে
যাব অচীন পুর


আমার মত নয়তো কেউ
কষ্ট পুষে মনে
বেখেয়ালের বাজায় বাঁশি
কাব্য লেখার ক্ষণে


অন্তরেতে না পুষিলাম
দুঃখ ব্যথাতুর
কোন সে পথিক সঙ্গী হতে
পোহাইছ রোদ্দুর


কোন সে প্রেমিক মাঝ নদীতে
সাঁতার কাটার দিনে
মানুষ দিলো খোদার কসম
পারলে নিও চিনে


কে তুমি গো অন্তরেতে
দোলা দিয়া যাও
পথের পথিক ঠিকই আছি
বিভেদে নাচাও


২৪/০৪/২০২১
০২:৫৮ ভোররাত