বিবেক যেমন থমকে থাকে জেলে
জলের ভেতর মাছ ধরছে জেলে


শীতের সকাল চুমুক দিলাম চা'য়
সুরুজ তখন উঁকি মেরে চায়


রক্তচোষা মশাও হুল বসালে পা'য়
নিজের ভেতর আমাকে কে পায়


ডাকাডাকির পরও কেউ চায়'না
বিধুর হলো সুদূর সফর চায়না


খেলার মাঝে জনপ্রিয় ফুটবল
একহারা গতরে নাই খেলার মত বল


হার জিত নির্ধারণে লাগবে গোল
বলটাও তাই দেখতে লাগে গোল


দাদার চাই পান খেতে চুন-শাদা
ধবল চাঁদের জোছনাও সেই সাদা


আকাশ পানে লক্ষ কোটি তারা
গুনতে গেলে নড়ে চোখের তারা


ফিটফাট থাকতে চুল-দাঁড়ি কামান
যুদ্ধে গেলে লাগে গোলা-কামান


০৩/১১/১৮
১২ঃ১২ রাত