বহুদিন পরে আমি বহুপথ ঘুরে
এই আছি এই নাই এই ভবঘুরে
আহারে গাঁয়ের দিন আহা শৈশব
চোখের পলক জুড়ে সদা উৎসব
পাড়ায় পাড়ায় ঘুরে কত হৈচৈ
গায়ে মেখে কাদামাটি হুল্লোড়ে রই
দিনের যেথায় শুরু শেষ ভিনগাঁয়ে
একদল ডানপিটে চলি পায়ে পায়ে
নদী যেথা ছুটে চলে শেষ দেখি তার
সুখ দুঃখ শুষে নেয় এক পারাবার
খালেবিলে নদী জলে আমরা সবাই
গান হতো গলা ছেড়ে এক থাকা চাই
রাতের জোনাক পেলে কাটে না ঘোর
সেই ঘোর দীর্ঘতর স্বপ্নে বিভোর


১৮/১১/১৯