বুকের ভেতর পুষে রাখি
জেল-জুলুমের ভয়
ঈশ্বর যখন খেলার মাঠে
প্রতিদ্বন্দ্বী হয়!


হন্যে হয়ে খুঁজে ফিরি
মনের লাঠিয়াল
গানের সাথে মিলিয়ে গলা
পাইনি খুঁজে তাল


কঠিন সময় কি এমন আর
অবাক তোরা শোন্
মারণাস্ত্র পায়নি টিকি
পিঁপড়া মারে পোন


শল্যবিদের শাণিত ছুরি
কাটতে পারে গলা
শিয়ালও তাই পন্ডিত হয়ে
দিতেছে কানমলা


পেটের ক্ষুধা যেজন বোঝে
সে যদি হয় গুরু
তার সুরক্ষায় ঢাল এই দেহ
দৃপ্ত এবং পুরু!


২৭/০৯/২০২২
১০ঃ২৩ রাত


নোটঃ পোন একটি আঞ্চলিক শব্দ। শুদ্ধ শব্দে ইয়াকে পোদ বলে। পায়ুপথ বলে। অনেকে গোয়া বলে। অনেকে পুটকি বলে।