বন্ধু বউ নিয়ে হেঁটে গেলে গাতক মমতাজের কি একাই বুক ফাটে?
মন কাঁদলেই কেন এক বরষায় যেতে হবে? অন্য সময় যেতে কেউ বারণ করার কোন কারণ কি আছে?
নিশিকালে বাইন্দুয়ার দি আইবার যে সামাজিক বিড়ম্বনা তা এড়িয়ে যেতে চাইলেও প্রেয়সী প্রেমকে অবজ্ঞা করেনি একবারও!
বধুয়া বিনাকারণে চোখে জল আনায় কোন আদালতে বিচার প্রার্থী হয়নি! তবুও নিজেকেই অপরাধী সাব্যস্ত করেছে কেউ কেউ!


আমার আর কান্না আসে না বলে নিজেকেই হয়তো আড়াল করার চেষ্টায় কবি মন! কিন্তু একলা থাকার সময় বাঁধ ভেঙে ধেয়ে আসে শোকের জলোচ্ছ্বাস!
উপেক্ষার বিনিময়ে অপেক্ষারত না থেকে একদা কবি ফিরে গিয়েছে একান্ত ব্যক্তিগত গ্রামে!
পাঠ্যসূচিতে না থাকা 'মাধ্যমিকের পাঠ' নিয়ে বন্ধুদের এখন আর আন্দোলিত হতে দেখা যায় না!
আর-
আমি তারে শুধাইব না প্রাণের দামে মন! আলগা করি, বিভেদ করি, সকল আয়োজন!


১৫/০৮/২০
১২ঃ৩৩ রাত