সেদিন সূর্য ওঠার আগে ঘরে ঘরে নেমেছিলো বিষাদের কালো
কিছু অমানুষ কামান, গোলা-বারুদ আর বন্দুক সমেত হামলে পড়েছিলো
হায়েনা আর মানুষের ফারাক আমি সেইদিন করেছিলাম এই অবলা চোখে।


মুক্তির যে মন্ত্র, লড়ে যাওয়ার যে দীক্ষা আমরা পেয়েছিলাম
নিকষ কালো আঁন্ধারে স্তব্ধ করে দিয়েছিলো ঘাতকের নির্মম বুলেট
অকুতোভয় বঙ্গবন্ধু, প্রেরণাময়ী ফজিলাতুন্নেছা, সতেজ রাসেল আরো কিছু তাজা প্রাণ।


কেঁপে উঠেছিলো ঠাঁয় দাঁড়িয়ে থাকা সারি সারি অট্টালিকা
মানবতা নিথর পড়েছিলো ধানমন্ডি ৩২ নম্বরের ওই সিঁড়িটায়
যে আঙ্গুলের ইশারায় ময়দান ভরে যেতো
ঝাঁপিয়ে দাপিয়ে বেড়াতো রণাঙ্গনের স্বসস্ত্র যোদ্ধা।


আমি তাঁর কথা বলছি আবার, কবিতা-গানে
আমি তাঁর কথা বলছি নিদারুণ অভিমানে
আমি তাঁর জন্য কাঁদছি সন্ত্রস্ত নয়নে
আমি তাঁর জন্য পাথর হয়েছি শোকে
আমি তাঁর জন্য দৃঢ় হয়েছি প্রতিঘাতে।


একজন ভাষা সংগ্রামী তিনি 'আ মরি বাংলা ভাষা'
একজন অবিসংবাদিত নেতা তিনি 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম'।
একজন রাখালরাজা তিনি, ফসলের মাঠে কৃষকের অবারিত হাসি
একজন কবি তিনি 'রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো'
একজন মহানায়ক তিনি 'আমাদের কেউ দাবায়ে রাখতে পারবা না'।


বিশ্ব দরবারে শির উঁচিয়ে রাখা একটি পতাকা 'লাল সবুজ'
একটি স্বাধীন ভূখন্ড 'টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া'
একটি মানচিত্র 'স্বাধীন বাংলাদেশের'
একটি জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা'
একটি স্লোগান 'জয় বাঙলা, জয় বঙ্গবন্ধু'
সবই আছে, শুধু তুমি নেই, এ যেনো 'বিরাণ প্রান্তর'।


আমি নিবিষ্ট বাঙালি চিনি 'মাছে আর ভাতে'
আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি চিনি 'জাতির পিতা শেখ মুজিব'
আমি চিনি একটি জাগ্রত বাংলাদেশ 'জয় বাংলা বাংলার জয়'।


জ্বলজ্বলে ইতিহাসের কালো অধ্যায় তুমিহীন 'আমার স্বাধীনতা'
যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বা তারও অধিক বেঁচে রবে আমাদের হৃদয়ে, প্রিয় বঙ্গবন্ধু।


১৬/০৩/২০২০


#মুজিব শতবর্ষ