যে কথা বলতেই চাই
সে কথা বলতেই হবে?
ঠারে বিঠারে!
পাড়ায় মহল্লায় জানে
আঁকা বাঁকা হেঁটে যাওয়ার মানে
সে কি তবে বিরহের গান হয়ে বাজে কানে?
সে আমার প্রাণ ধরিয়া টানে
আমার উতল দিব্য দৃষ্টি
তারে কি উতলা করে?
তারে কি পাগেলা করে?
এই ঘর এই ঘোর
এই দুঃখ তবে নত হও
পৌষের শীত শীত দিন রাত দিন
তারও কি একগাদা দুঃখ আছে মনে
যদি না'ই রবে শিশিরের এই ঝরে পড়া
কোন কারণে? কার বিহনে!
আমিও প্রাণের স্বরে তারে ডেকে ফিরি
আমিও প্রাণের মোহে তারে ডেকে ফিরি
সে যদি না আসিবার চায়
পরাণে বাঁধিবো না আর
এ আমার নিরাবরণ অঙ্গীকার


২২/১২/১৯