তোমাকে ভালো লাগে বলেই
আমি আঁধার বিশ্বাস করি না
গোলাপের পাপড়ির সাথে মেলাতে যাই না
ভ্রমরের অনাড়ম্বর প্রেমিক হয়ে ওঠার মিল
নৃত্যরত ময়ূরের সাথে মিল খুঁজি না একবারও
মেঘাচ্ছন্ন আকাশের ঢাকঢাক গুড়গুড়
আমি কেবলই আমি হয়ে মানিয়ে নিতে
আমার ভেতর মিলিয়ে নিতে চাই তোমাকে
তুমি কেবলই জোছনা অন্তঃ প্রাণ প্রণোদায়ী
নিজের ভেতর নিজেকে খুঁজে
লিখে রাখি দিনক্ষণ বর্ষপঞ্জির ক্রম দিবস
জেঁকে বসা আঁধার সরাতে যতই ব্যতিব্যস্ত হই
মানুষের নামে অনাদি-অনন্ত কাল একই অভিযোগ
আমি সেই সব মানুষের দলে নই


০৭/০৫/২০২১
০১ঃ১৯ রাত