আকাশকে  কখনো  কাঁদতে দেখিনি,
বৃষ্টিরা নামে শুধু দাগ ফেলে কাচে ,
একদিন কাঁদলে ভালো হতো ৷
শোক বেঁচে থাকে শোকের গভীরে ,
আকাশ চমক দিতে জানে ,ভেবেছে  কখনো ?

কান্না নয়, শব্দ হয় মেঘের মুদ্রায়,
হেঁটে যাওয়া জল  থামতে শেখেনি,
একটি ভেজা দেওয়াল হঠাৎ কথা বলে
"তোমরা যে বর্ষা চাও, সেটি আসেনি এখনো।"