পাঁকা বাড়ি পাঁকা ছাঁদ মার্বেল বসানো
জানি কঠিন হবে তাকে আজ ধসানো,
জানালা দরজার কপাটিকা লাগিয়ে
ঘুম দেবে তুমি আজ লেপটাকে জড়িয়ে,
আমার যে ছাদ নাই টালির ছাউনি
ঝড়ের নিউজটি বেতারেতে পাইনি,
খোঁজ নিতে আসেনি রেসকিউ দল
কি হবে আমাদের আমফান ফল।
আমফান যদি হানে আমাদের ঘরে
খন্ডের শেষটাও থাকবে না পড়ে,
তুমি বাবু বুঝবে না সেই ঝড়ো গতি
লেপের বাইরে বেজায় ঠান্ডা অতি;
আমফান তেড়ে এলে বারে তব উল্লাস,
আমি তখন কেঁদে উঠি, এই বুঝি সব শ্যাষ!
উল্লাসে মাতে যখন তোমাদের ঘর,
আমাদের ঘারে পড়ে ঠাকুরের ভর।
প্রত্যহ বেঁচে থাকি হয়ে নিরুপায়
COVID আমফান সাথে নানাবিধ ভয়,
আমাদের যন্ত্রনা বাবু কহিব কারে?
মনুষ্য জাতি নয় ভগবান ও মারে,
যুগে যুগে মহামারী এনে দেয় যারা
ভেবে দেখুন কত শতেক মরিবে তারা,
তাদের ছোবে না কেহ ঝড় মহামারী
সেই সব আমার মতো গরিবের গাড়ি।
সারাদিন ভেবে ভেবে হয়ে যাই সারা
বার বার কেন,একবার যায়না কি মারা?