পুজো মানে কারো কাছে জামা কেনার ছুঁতো
পুজো মানে কারো কাছে প্রেম করার গুঁতো
পুজো মানে কারো কাছে নতুন পোশাকের ধুম
পুজো মানে কারো কাছে টেনশনে নাই ঘুম।
পুজো মানে কারো কাছে বছর শেষে ছুটি
পুজো মানে কারো কাছে গল্প গুজব খুনসুটি
পুজো মানে কারো কাছে নতুন করে খোঁজা
পুজো মানে ডাল ভাত নয় বিরিয়ানি খাওয়া মজা
পুজো মানে কারো কাছে পাড়ার মোড়ে আড্ডা
পুজো মানে প্যান্ডেল হপিং মাইল মাইল হাঁটা।
পুজো মানে কারো কাছে ত্রাণ পাবার আশা
পুজো মানে কারো কাছে নতুন প্রাণের ভাষা,
পুজো মানে আরাম আয়েশ কাজ-কর্মের ছুটি
পুজো মানে পাড়ার ক্লাবে আবার সবার জুটি।
পুজো মানে কারো কাছে দাদা সাজার পালা
পুজো মানে কারো কাছে চাঁদা দেবার জ্বালা,
পুজো মানে হইহুল্লোড় পাড়ায় পাড়ায় মাইক
পুজো মানে ঘুরতে যাওয়া ধার করে নেয়া বাইক।
পুজো মানে কারো কাছে দেড়িতে ঘরে ফেরা
পুজো মানে সাজুগুজু হবে সবার থেকে সেরা,
পুজো মানে কারো কাছে সেলফি তোলার ধুম
পুজো মানে ঠাকুর দেখা রাতের হারানো ঘুম।
পুজো মানে বিশেষ স্মৃতি বিশেষ করে রাখা
পুজো মানে শেষ হলেও আবার অপেক্ষায় থাকা।