চারিদিকে দেখা উড্ডয়ন জয়ধ্বজ
মানুষ চষে বেড়ার সারা ভূঁই আজ ,
সম্পদে-বৈভবে টইটুম্বুর ভান্ডারণ
প্রাসাদ-অট্টালিকা, গাড়ি-বাড়ি সাজ ;
নবজোয়ার চল সংসারে সুখে সন্তরণ
তবু ব্যাধিময় শরীর দেহে ক্ষত-খাঁজ ।
নিজ পাতা ফাঁদে দিচ্ছে- নিজে পা
খায় ঘন-ঘন হোঁচট সেথা- অমাপা ।


কচিবয়সী শিশু হামাগুড়ি যে স্বভাব
জ্ঞানী- বোকা, তারও এই হাবভাব !
কোথাও কলুষ ধর্ম, খটকার অম্বর ,
অসাধ্য যাচাই হোক বিশুদ্ধ কর্মর ।
বিষপাত্রে পীযুষ পান ,বাড়ে না মান
মূল্যে, গুণের ভিতে, ন্যাস্ত চাই ধ্যান ।


(১২-১০-২০২১)