কঠোর রুক্ষ পরিবেশে পিষে -
সে মানব বর্বর যুগে প্রবেশে ,
ছিল অসীমে দুঃখ-জীবন তার -
আর মারাত্মক অভাব সভ্যতার ।


বিচরণে ভরা দিগচক্রবাল -
জ্ঞানে ছিল না তত উজ্জ্বল !
মনঃ মধ্যে পোরা নোনা জল -
ভরা, প্রচুরে ছিল মানব খল ।


কারণে অকারণে, দ্বন্দ্ব পুষে -
সংহারক রূপে, নির্দয় বেশে ,
পূর্ণ ছিল, সমগ্র তার দর্শন -
ইতিহাসে পাই সে নিদর্শন ।


সাহায্যে, দান-ধ্যান, দয়ায় -
ভাবিত, বৃথা কর্ম, কভু নয় !
চায় না স্বার্থে, কালে জাগিতে ,
চায়, পরগাছায় পূণ্য লভিতে ।


কত ধর্ম তরে, দেয়- দোহাই -
শোষণে মানে না, নিজ ভাই !
এ ভাবনায় আগে, যুগ চলে ,
বর্বর কাল ছিল সব- অমিলে ।


(ইং-২২-০৫-২০১৮)