সমাপ্ত হয় বুঝি শ্রমিক দিবস অধ্যায় !
বিশ্ব বিধানে যে, মে দিবস জয় ৷
আরপার আঠ ঘন্টার সে লড়াই ;
না, এখনো বাকি শেষ হাত আড়াই !
অন্তর্ঘাতী ওরা, অত নয় সহজ ,
ওদের চাই, গরীব পাতের ভোজ !
তাই, আচরণে পোষে রোজ-রোজ-
নিপাতনা মনোবাসনা ও গরজ !


অকারণে করিছে অযথা অর্থ ব্যয় ,
পুনঃ চায় বিধ্বংস, সাথে প্রলয় !
তাই চারিভিতে পৃথবীতে, এত আড়ম্বর ,
ভয়ংকর মারণ অস্ত্রে গোদামজাত ভাণ্ডার !
বৈধানিক আঠঘন্টার পুনঃ নামকরণ
উদয় নবনাম তার, কাজের ঠিকাকরণ !


প্রতিটি কাজে এথন শর্ত বাঁধা আছে ,
কর্ম চলিবেনা হালে, আইনের ইচ্ছে ৷
যদি হয় এধারা কাজেতে মতি ,
স্বীকার্য হলে দেব, কার্য অনুমতি ৷
নচেৎ তোমার মত, কত-কত ভবঘুরে -
ঘানি টানিবে নড়ে-চড়ে,আমার ঘরে !


নাই পুঁজির কাছে এছাড়া উপায় ,
এবার হল মে দিবসের ঘোর পরাজয় !
এই মে দিবসটি নয়, সাধারণ দিন মাত্র ,
সর্বহারার শোষণ রোখার একমাত্র অস্ত্র ৷
তাইতো পুঁজিপতির অবিরত কর্মকাণ্ড ,
পুনঃ করিতে চায় সমূলে সব লণ্ডভণ্ড !!


(ইং-৩০-০৪-২০১৭)