মানুষ মোতোয়ারা খেলছে বিচিত্র খেলা
চরম ভোটের মহড়ায় সব হেলা হেলা ,
চতুর্দিকে পুনঃ ‘করোনা’ মহামারী রূপ
সেই ফাঁকে বাংলায় ভোট প্রচার খুব ।


হ’তে দাও না এ ভোট সংগ্রাম শেষ !
সুদে আসলে ঝালটুকু মিটাবে বেশ ।
আগে কোন কাজ হবে না ! ‘করোনা’ -
কে কার দোষ ধরে এটাই সত্য জানা ,
সত্য তো এখনো চলমান সময়-কাল
পরাধীন ভঁপু তারা দিতে চায় না তাল ।


ধী-মেধা- স্বাধীনতা সবই তোলা শিকে
কি বা হবে প্রজন্মের অধিক কিছু শিখে ?
সেই কাল ফেরত এলো- ভরসা রাম -
ওরাই উপোষ থাকে যারা করে কাম ।


(০৭-০৪-২০২১)
মাতোয়ারা > অধিক মেতে ।
ভঁপু > মিডিয়া, খবর জগৎ ।
শিকে > শিকয়, উপর ভারায় ।