যদি সুদিনে ঘেরা, শান্তিতে দমখম ,
ঘনায় অলস জীবন, পরিশ্রম- কম ।
পরিণাম ! না বলাই, কার্যকর ভাল ,
শুনে হয় কারো কারো মন যে কালো ।
বসন্ত যায় ,গ্রীষ্ম-বর্ষা ,শীতের প্রকোপ ,
কষ্ট-জ্বালা বৃদ্ধি পায় সুযোগে অমোঘ ।


অবিবেক ,অনাচারে হয়ে গেছে ক্ষতি
শেষে আসে চেতনা- কিছু ফেরে মতি ।
অনেকের আদিখ্যেতা 'যা হবার হবে ?
দেখি না চিরসুখী কোন খানে- ভবে' ।


প্রচুর নদীজল সবপার- সাগরের প্রতি
কোন কাজে আসে না অবেলার জ্যোতি ।
সে জ্ঞান দেয় জানান, শিরা উপশিরায় ,
স্বর কেবল প্রকাশ পায়, শুধু হায়-হায় ।


(ইং-২৪-১১-২০১৯)