খোঁট নেই তার ভাবনায়
সে সক্ষম, নিজ পায়ে হাঁটায় -
নিজে খেটে নিজে খায় ,
ধার ধারে না পর ভরসায় ।
কাদাজলে দুর্যোগ ঠেলে
অন্নযোগায় সবার থালে ।


বাঁচা নয় সরল, জগৎ মাঝে
শোষিত হয় সে প্রতি কাজে ,
এমন এক সময় আসে
কেহ থাকে না তার পাশে ।
খোরাক তারে কেহ দেয় না
তবু সে যোগায় পরের বায়না ।


সমাজ স্বজন উপকারে ধ্যান
মুখে হরিবোল মঙ্গল গান ,
একদা তার এ সৎ পথ
কপালে ঘনায় মহা-আপদ ,
যারা ভবেতে শোষণে বাঁচে
তারাই তার চেয়ে ভাল আছে ।


(ইং-১৩-০৪-২০২০)