স্বাধীনতার সাথে সাথে চীন ,
তারা চিন্তা ভাবনায় ভাবে- অনেক দূরের সে দিন ।
         জনসংখ্যায় চায় সুনিয়ন্ত্রণ ,
সুফলে, অনেক কিছু ত্যাগে নিয়ম মানে অনুক্ষণ ।


         আমরা শুরুতেই সুখে মেতে ,
আগের জন্য করি নাই ত্যাগ, বিশেষ কোন খাতে ।
       পুণ্য তরে চষে বেড়াই চারিধাম ,
মানুষ হয়ে-ঘরের মানুষকে ,দিতে শিখি নাই দাম ।


        বিদেশের উধারীর পয়সা উড়াই ,
নেচে-গেয়ে-খেলে, মান্ধাতার নীতিতে কাল কাটাই ।
        মোরা ভালোবাসি সে নীতি প্রাচীন ,
বড়ো ভাবুক মায়ায় বদ্ধ ! ধরি না নবনীতি- নবীন ।


         আজ কোথায় দাঁড়িয়ে চীন !
সম্মুখে আমাদের সুভবিষ্যৎ দেখার দিন বুঝি ক্ষীণ ।


(ইং-২৯-০১-২০২০)