যার যেমন সত্ত্বা, বিশ্বাস, বল ,
সবই দৃঢ় নিজস্ব, চির সম্বল ;
আস্থার গুণ-ধর্মে, অস্তিত্ব প্রবল -
পরিস্থিতির দাস ! সময়ে অবিকল ৷
প্রয়োজনে বোঝা-পড়া, প্রতিনিয়ত
সমাজে প্রতিফলন তাহা অবিরত ৷


জিজ্ঞাসু বহুতে, যে বিশিষ্ট গুণে -
নব্য আচরণ সে, অবশ্য টানে ,
প্রতিপালনে নীতি, যার-যার -
এ এক নবরূপ ধরে, -আকার ৷
নব্য নীতি ভরা, শোভে বসুন্ধরা ,
তবু হয় কালে, নীতিরা পথহারা !


ধরায় ধর্ম বিনে বস্তু যে নাই ,
জীবের জীবন,-নিয়মে ভরা তাই ;
কেহ হেলায় পতিত, ক্ষীণ-দীন ,
কেহ বা নামগোত্র পরিচয় হীন ৷  
কেহ বা নীতিজ্ঞান অজানা অজ্ঞ ,
কারো বা মেনে চলা, শুধু ভাগ্য !
কেহ বা অল্পে বেজায় রয় তুষ্ট ,
কেহ বা বাঁচে, নিয়ে প্রচুর কষ্ট !
এ এক অজানা চলমান –ভেলা-
বিশ্ব ভরে চলিছে, নীতির খেলা !


(ইং-০৯-০৯-২০১৭)