পূজাগ্রে পূজারী আচমন সারে ,
চন্দন তিলকে কপাল সে ভরে ।
তেমনি ভোটে, দেবের পা পড়া -
হিড়িকে নেতাদের খুব তাড়া !


বিজ্ঞাপনে বাজার গরম- বেশ ,
নেতার খ্যাতি, সন্দেশ- অশেষ ।
রমরমা কত আশীর্বাদ- দোকান ,
পূজারীর বাড়ে- দক্ষিণা, সম্মান ।


কসমে লেগে, খেয়ে- আদা জল -
নেতা চায় আগে কামাতে- মাল ।
হালে দেবতা যদি- থাকিত সেথা ,
হ’ত না অসতের ভোটে জেতা !


নয়, দেবতা ঠকানো সহজ কাজ ,
ঠকে, ভোলা জনতা ভোটে আজ ।
অধর্মের সায় ,দেবতা কী চায় ?
দেবাশীর্বাদে হয়, সততার জয় ।


(ইং-১৬-১১-২০১৮)